রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুকে বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এনামুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মতিউর রহমান টুকু জানান, দলীয় ফোরামে আলোচনা না করে সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু দলের ব্যানারে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি দলীয় এমপি ও সরকারের বিরুদ্ধে বক্তব্য রখেছেন। যা সংগঠনের বিরুদ্ধে। এ কারণে সভায় উপস্থিত সদস্যদের সবার মতামতে তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, তারা বৈঠকের চিঠি পাওয়ার পর তদন্ত করে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন