ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব জলাতংক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম, বালিয়াডাঙ্গি প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, হরিপুর উপজেলা ভ্যাটনারী সার্জেন রেজাওনুল হক প্রমুখ।
আলোচনা সভায় জলাতংক রোগ প্রতিরোধ ও সঠিক চিকিৎসা সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে আলোকচিত্র প্রদর্শন করা হয়। র্যালি ও আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর