বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন। দিবসটি উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও আলোচনা সভা আয়োজন করে।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাগেরহাট জেলা আ. লীগের সদস্য এইচ. এম বদিউজ্জামান সোহাগ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সহসভাপতি লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, চেয়ারম্যান খান শাজাহান আলী, যুবলীগ সাবেক সভাপতি মুশফেকুর রহমান নাহার, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, রাসেল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর সভাপতি মনির হোসেন রাজ্জাক, কলেজ শাখার সভাপতি বায়েজিদ শিকদারসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
বিডি প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর