প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন ও রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার বিকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিয়া মো: শাহজানের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমাস খান, মুক্তিযোদ্ধা জিএস কাশেম, এডভোকেট জামাল উদ্দিন ভূইয় ও আওয়ামী লীগ নেতা ভিপি সুমন সহ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন