পাটুরিয়া-দৌলতদিয়া নৌ ঘাটে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাটের সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি জানান।
এ ব্যাপারে দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঢাকামুখী যাত্রীবাহী পরিবহনের চাপ থাকার কারণে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হয়। যে কারণে পণ্যবাহী ট্রাকের লাইন দীর্ঘ হতে থাকে।
এদিকে, ভোর থেকে দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলগামী ব্যক্তিগত ছোট যানবাহনের চাপ রয়েছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। যাত্রীবাহী পরিবহন ও ব্যক্তিগত ছোট গাড়ি পার করায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক ও ২০ থেকে ৩০টি ছোট গাড়ি এবং ৩০ থেকে ৪০টি যাত্রীবাহী বাস পারের অপেক্ষায় রয়েছে।
এ প্রসঙ্গে পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। এছাড়া আরও একটি ফেরি পাটুরিয়া ফেরিঘাটের ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ