“শেয়ার দ্যা পাওয়ার” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। শুক্রবার জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট সকাল ১০ টায় প্রতিষ্ঠান প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে প্রতিষ্ঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কার্ডিওলজিস্ট ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল মনজুর।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি আফতাব উদ্দিন আহমেদ মন্ডল, নির্বাহী সদস্য সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম, আবু তাহের আবু, মোঃ আনোয়ারুল কবির, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, নাজমা মসির, আজীবন সদস্য গোলাম রসুল রকেট, হাসপাতাল ম্যানেজার (প্রশাসন) এ.টি.এম.মিজান উল আলম, পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর মোঃ শফিকুর রহমান পিন্টু, সার্ভিস ম্যানেজার নূরে আলম সিদ্দিক প্রমুখ।
প্রধান আলোচক কার্ডিওলজিস্ট ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল মনজুর হার্টের বিভিন্ন বিষয়ের উপর বলেন, বুকের বাম দিকে ব্যাথা কখনই হার্টের ব্যাথা নয়। ব্যাথা যদি বুকের মধ্য স্থান থেকে শুরু হয়ে অন্য যে কোন স্থানে যায় তবে সেই ব্যাথা হার্টের ব্যাথা বলে বিবেচনা করা যেতে পারে। বুকের ব্যাথা হলে ইসিজি এবং ইকো করে হার্টে রোগ ধরা না পড়ায় অযথা গ্যাস মনে করে গ্যাসের চিকিৎসা করা ঠিক নয়। তাই এসকল ব্যাথা হলে হার্টের সঠিক পরীক্ষা-নিরিক্ষা করে সঠিক রোগ নির্নয়ের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন। এজন্য প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ও বিকালে নূন্যতম আধা ঘণ্টা হাঁটার অভ্যাস করতে হবে।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৭/হিমেল