ফরিদপুরের বোয়ালমারীতে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ওই তিন মাদকসেবীকে বোয়ালমারী পৌর সদরের গুনবহা তালতলা বাজার থেকে আটক করে পুলিশ।
পরে আজ দুপুর দুইটার দিকে তাদের ইউএনও’র কার্যালয় হাজির করলে ইউএনও রওশন আর পলি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবন করার অপরাধে ১৯৮০ সালের দন্ডবিধি ২৬ ধারায় আটককৃত বাবলু শেখকে (৪০) ১ মাস, সাহিদুল ইসলামকে (৩৫) ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন এবং হাফিজুর রহমানকে (৪২) ১৫শ’ টাকা জরিমানা করেন।
বাবলু শেখ ও সাহিদুল ইসলামের বাড়ি গুনবহা ইউনিয়নের চাপালডাঙ্গা গ্রামে এবং হাফিজুরের বাড়ি ভবানী পুর গ্রামে। তাদের ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৭/হিমেল