লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে আগামীকাল রবিবার (০১ অক্টোবর) থেকে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে। প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষনের জন্য এই ২২ দিন রায়পুরের মেঘনা নদীতে মাছ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি কার্যকর করতে স্থানীয় মৎস প্রশাসন, নৌ-পুলিশ, কোষ্টগার্ড ও ম্যাজিষ্ট্রেট মাঠে থাকবে। এই আদেশ অমান্য করে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দন্ড দেওয়া হতে পারে।
রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, প্রটেকশন এন্ড কনজারভেশন অব ফিস অ্যাক্ট ১৯৫০ অনুযায়ী ইলিশের প্রধান প্রজনন মৌসুমের এই ২২ দিন সারাদেশের ন্যায় রায়পুর উপজেলায়ও ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এজন্য এ উপজেলায় ট্রাক্সফোর্স কমিটি গঠন করে জনসচেতনতা সভা, মাইকিং, পোষ্টারিং ও ব্যানার করে ইতিমধ্যে জেলেদের মাঝে সচেতনতা তৈরি করা হয়েছে। সরকারের এ আদেশ অমান্য করে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর ২০১৭/হিমেল