চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়দুধপাতিলা গ্রামে ট্রাক্টর চাপায় টাইলস মিস্ত্রী শাহিন হোসেন নিহত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বড়দুধপাতিলা ব্রিজের অদুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামের ইস্রাফিল হোসেনের ছেলে।
পরিবারের উদ্ধৃতি দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শিরিন জেবিন সুমি জানান, শনিবার দুপুরে শাহিনসহ কয়েকজন টাইলসের কাজ সেরে দর্শনা থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এ সময় বড়দুধপাতিলা নামক স্থানে পৌছালে একটি ট্রাক্টর ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর