বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজারের সার ব্যবসায়ী সিরাজ হাওলাদারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। দোকানের জায়গা নিয়ে বিরোধের জের ধরে আজ স্থানীয় যুবলীগ নেতা মকবুল সরকার তাকে মারধর করে বলে অভিযোগ।
সিরাজ হাওলাদার অভিযোগ করেন, বার্থী মৌজার ৩ শতাংশ দোকানের জায়গার এস.এ রেকর্ডিয় মালিক অশ্বিনী কুমার শীল। তার ছেলে সন্তান না থাকায় তার ওই জমির ওয়ারিশ ২ কন্যা কিরন বালা শীল ও শৈল বালা শীল। কিরন বালা শীলের একমাত্র ছেলে গৌরাঙ্গ শীলের কাছ থেকে ১৯৯৮ সালে তিনি ১ শতাংশ এবং রাজ্জাক খান আর্ধ শতাংশ দোকানের জায়গা তিনি রেজিস্ট্রি মূল্য ক্রয় করেন। ওই সম্পত্তিতে গত ৩০ বছর আগে তিনি দোকান ঘর নির্মাণ করে ভোগদখল করে আসছেন। এরপর বিএস রেকর্ড সংশোধনের জন্য গত ৩ বছর পূর্বে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেন। বর্তমানে ওই মামলা আদালতে বিচারাধীন।
যুবলীগের নেতা মকবুল সরকার বি.এস রেকর্ডিয় মালিক টোকন বেগমের কাছ থেকে ৩ শতাংশ জমি ক্রয় করে তার ভোগ দখলীয় দোকান ঘর ভেঙ্গে নেয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। পাকা দোকান ঘর নির্মাণের জন্য মকবুল সরকার ফিতা নিয়ে আজ বার্থী বাজারে এসে তার দোকান ঘর মাপা শুরু করেন। এতে বাঁধা দিলে সে তাকে মারধর করে।
উপজেলা যুবলীগের সদস্য মকবুল সরকার বলেন, বার্থী বাজারে তার ভোগদখলীয় দোকান ঘর ভেঙ্গে তিনি পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করলে সিরাজ হাওলাদার বাধা দেয়। এ নিয়ে তার সাথে সিরাজের বাকবিতণ্ডা হয়েছে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি।
গৌরনদী থানার ওসি মনিরুল ইসলাম জানান, তিনি এ ধরনের কোন অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার