নারায়ণগঞ্জে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক নারীসহ ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চোর চক্রের কাছে জিম্মি থাকা গাড়ি চালক ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। আজ নারায়নগঞ্জের আড়াইহাজার ও রাজধানী ঢাকা কল্যানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার জয়রা এলাকার নুরুল ইসলামের ছেলে নুরুজ্জামান হোসেন ওরফে মুক্তার (৪৪), পাবনা জেলার চাটমোহর থানার ঘাসিকোলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আজম (২৫), গাজীপুর জেলার জয়দেবপুর থানার খাইলকুর এলাকার আবু ছালামের ছেলে আসলাম মিয়া (২৩), বগুড়া জেলার শাহজানপুর থানার চন্ডিবর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আব্দুস সালাম (২৮), কুমিল্লা জেলার লাকসাম থানার মিজিবাড়ি এলাকার আঃ রহমানের ছেলে আব্দুল মজিদ (২৬), নোয়াখালী জেলার মাইজদী থানার চরমধুয়া এলাকার মিরাজ ওরফে বাবুলে স্ত্রী কহিনুর (৩২)।
জেলা ডিবির ওসি মাহবুবুর রহমান জানান, গত ২৬ সেপ্টেম্বর ফেনীর দাগনভুঞা মাইক্রোস্ট্যান্ড থেকে (ঢাকা মেট্রো চ-১৯- ২৬৯২ নাম্বারে) একটি হাই এইস ঢাকা শ্যামলী যাওয়ার জন্য ৮ হাজার টাকায় ভাড়া করে চোর চক্র। পরে ঢাকায় এনে গাড়ি চালককে একটি বাসায় আটক করে মুক্তিপণ চায় চক্রটি। পরে গাড়ির মালিক বিকাশের মাধ্যমে ৬০০০০ টাকা দেয়ার পরও চালক ও গাড়িটি ছাড়েনি চোর চক্র।
তিনি আরো জানান, সে গাড়িটি নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার গোপলদী এলাকায় আসলে গাড়িতে থাকা একটি ডিভাইসের ট্রাকিংয়ের মাধ্যমে মাধ্যমে শনাক্ত করে অভিযান পরিচালনা করে চোর চক্রের ৩ সদস্যসহ গাড়িটি আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে, ঢাকার কল্যানপুর থেকে গাড়ি চোর চক্রের মূল হোতাসহ আরো তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে জিম্মি থাকা গাড়ি চালক দেলোয়ার হোসনেকে উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার