বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৭। দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১০টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.আব্দুল ওহাব, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার সমীর হালদার, প্রধান শিক্ষিকা হোসনেয়ারা হাসি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক গনেশ পাল প্রমূখ বক্তৃতা করেন।
একই দিনে মোরেলগঞ্জে পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবসও। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
বিডি-প্রতিদিন/ ১৩ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ