সিরাজগঞ্জের কামারখন্দে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার ভোরে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, আটক মাদক বিক্রেতারা ভদ্রঘাটসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কুটিরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- ভদ্রঘাট ইউনিয়নের বীর ভদ্রঘাট গ্রামের মকবুল হোসেন খন্দকারের ছেলে রাসেল খন্দকার রাসু (২৯), নয়াপাড়া কুটিরচর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে হাফিজুর রহমান (২৮) ও কাচারী পাড়া ভদ্রঘাট গ্রামের ছামছুল আলম খানের ছেলে আব্দুল্লাহ খান (২২)।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ১৩ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ