‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৭ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের বাংলো থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজে চত্বরে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ভারপ্রাপ্ত একি মিত্র চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সাদিয়া আফরিন, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী শেখ নুরুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
র্যালি ও আলোচনা সভা শেষে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও রোভার স্কাউটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্যোগ বিষয়ক মহড়ায় অংশ নেয়।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৭/হিমেল