‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন’ শ্লোগান নিয়ে বরিশালে জাতীয় কন্যা শিশু দিবস এবং বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা শিশু একামেডিসহ বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সদর রোড থেকে একটি র্যালি বের হয়ে সার্কিট হাউজ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে সার্কিট হাউজের হলরুমে শিশু স্বর্নার সভাপতিত্বে কন্যা শিশু সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, এনজিও সংগঠক আনোয়ার জাহিদ, রহিমা সুলতানা কাজল সহ কয়েকজন শিশু।
শিশু সমাবেশ শেষে শিশু একাডেমির ক্ষুদে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৭/হিমেল