ফরিদপুরের নগরকান্দা থেকে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা ও তার ভাইকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর একটি দল। শুক্রবার ভোরে নগরকান্দা উপজেলার কোদালীয়া শহীদ নগর ইউনিয়নের ছাগলদী গ্রামে ওই ছাত্রলীগ নেতার বাড়ি থেকে তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়।
এরা হলেন, নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আল আমিন (৩৫)। তিনি উপজেলার শহীদ নগর ইউনিয়নের ছাগলদী গ্রামের মৃত মীর আব্দুর রাজ্জাকের ছেলে। এ সময় ওই ছাত্রলীগ নেতার ভাই সোহাগ মীরকে (২৫) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি রামদা ও চাইনিজ কুড়াল এবং তিনটি চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৮ ফরিদপুর কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইসউদ্দিন বলেন, অস্ত্র ও মাদক আছে এমন এ সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে এ অভিযান চালনো হয়। তবে অভিযানকালে বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও কোন মাদক পাওয়া যায়নি। মীর আল আমীনকে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে নিশ্চিত করেছেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া।
নগনকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, মীর আল আমিন ও সোহাগ মীরের বিরুদ্ধে আগেই নগরকান্দা থানায় পারিবারিক কলহজনিত মারামারির মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৭/হিমেল