জামালপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭২ জনকে আটক করেছে। এছাড়া ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। গত ২৪ ঘণ্টায় জেলার ৭টি থানায় বিশেষ অভিযান চালিয়ে ৭২ জনকে আটক করে পুলিশ।
বিশেষ অভিযান চলাকালে জামালপুর ডিবি পুলিশ শহরের ভোকেশনাল মোড় এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসলামপুর উপজেলার কিংজালা এলাকার দেলোয়ার হোসেনের পুত্র আল আমিন ও ময়মনসিংহের ভাটিকাশর এলাকার সাত্তার মিয়ার পুত্র সুজন মিয়াকে আটক করেছে।
এছাড়াও মেলান্দহের জগদপাট্রা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রিক্তা বেগমকে আটক করেছে।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৭/হিমেল