লক্ষ্মীপুরে রহমতখালী নদী থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজার সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ৩-৪ দিন আগে হত্যার পর লাশটি নদীতে ফেলে দেয়া হয় বলে ধারণা করছে পুলিশ।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৭/হিমেল