নেত্রকোনা শহরের সাতপাই এলাকার রামকৃষ্ণ মিশন রুট এলাকায় নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় ডাকাতিসহ হত্যা মামলা দায়ের হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দম্পতির ছেলে সুমন কান্তি বিশ্বাস নেত্রকোনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
তিনি জানান, নিহতদের ছেলে সুমনের দায়ের করা মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান।
এ ঘটনায় নিহতদের ব্যবহৃত দু'টি মুঠোফোনসহ আনুমানিক ৩/৪ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয় যোগ করেন এসআই আল আমিন। এরআগে এদিন দুপুর দেড়টায় তাদের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত দম্পতি হলেন মিহির কান্তি বিশ্বাস (৭০) ও তার স্ত্রী তুলিকা বিশ্বাস (৫০)। মিহির সদর উপজেলার কৃষ্ণগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার স্ত্রী তুলিকা সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মী ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন