একই সঙ্গে একই দিনে পৃথিবীতে এসেছিল দুই বোন। আবার একই দিনে একই সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিল তারা। বলা হচ্ছে কুমিল্লার লাকসামের মোহাম্মদপুর গ্রামের লিটন মিয়ার দুই মেয়ের কথা। শনিবার বেলা ১১টার দিকে পুকুরের পানিতে ডুবে ৪ বছর বয়সী এই জমজ দুই বোনের মৃত্যু হয়েছে।
স্থানীয় গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন শামীম পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, দুই বোন পুকুরের ঘাটলায় খেলছিলো। এক পর্যায়ে সবার অলক্ষ্যে তারা পানিতে পড়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে লাশ পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে।
বিডি-প্রতিদিনি/০৪ অক্টোবর, ২০১৭/মাহবুব