পৃথক মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার দুপুরে শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির স্বপন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহমেদ, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সদর থানা সেচ্ছাসেবক দলের আহ্বাক সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৭/হিমেল