সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের সঙ্গে না জড়ানোর শপথ নিয়েছে রাজশাহীর বাগমারার ২৫১ জন কৃতি শিক্ষার্থী। সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তারা এ শপথ নেন। স্থানীয় এমপি এনামুল হক তাদের শপথ পাঠ করান।
শনিবার সকালে উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. আকবর হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন এনা গ্রুপের ব্যবস্থাপক তহুরা হক, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মন্ডল।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলতি বছরের এইচএসসি ও সমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৫১ জন কৃতি শিক্ষার্থীদের সনদ, শিক্ষা উপকরণ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ