মাদারীপুরে আওয়ামীলীগ নেতার চোখ উৎপাটনের মামলায় আসামিদের গ্রেফতার ও চার্জশিট প্রদানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকালে কালকিনি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় আয়োজকরা নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে আসামিদের গ্রেফতার এবং চার্জশিটের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
লিখিত অভিযোগ এবং স্মারক লিপি সূত্রে জানা গেছে, উপজেলার বাশগাড়ি এলাকার ৯নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পান ব্যবসায়ী মো. কবির মৃধা গত ৩ মে পান নিয়ে একটি লঞ্চযোগে ঢাকা রওনা দেন। সে সময় তাকে অপহরণ করে নিয়ে গিয়ে হাত-পা ভেঙ্গে দু’চোখ উৎপাটন করে ফেলে রাখা হয়। পরে ভুক্তভোগীর বাবা মো. নুরু মৃধা বাদী হয়ে গত ৪মে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বাদল তালুকদার ও মোস্তাফিজুর রহমান সুমনসহ ২০ জনকে আসামি করা হয়। তবে আসামিদের পুলিশ গ্রেফতার করেছেন না এবং তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগে দাবি করা হয়। এছাড়া, এ মামলা তুলে নেয়ার জন্য আসামি পক্ষরা প্রতিনিয়ত বাদীর পরিবারকে হুমকি প্রদর্শন করে আসছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
মানববন্ধন কর্মসুচিতে বক্তব্যকালে ভুক্তভোগীর ভাই ইউপি সদস্য কবির মৃধা ও তার স্ত্রী রেহানা বেগমসহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, আমরা বিচার চেয়ে জেলা প্রশাসক, ঢাকা পুলিশ হেডকোয়াটার আইজিপি, সচিব, স্থানীয় সরকার মন্ত্রনালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় আবেদন করি। সেই মোতাবেক উক্ত দপ্তর হইতে পুলিশ সুপার মাদারীপুর প্রতিবেদন চাইলেও অদ্য পর্যন্ত পুলিশ কোন প্রতিবেদন পেশ করেনি। আমরা সবাই আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
মামলার বাদী নুরু মৃধা অভিযোগ করে বলেন, আমার ছেলে বাশগাড়ী ইউপি নির্বাচনের সময় নৌকায় ভোট দেয়। এবং এক সাংবাদিক নির্যাতন মামলার সাক্ষী হওয়ায় তার দু’চোখ উৎপাটন করা হয়েছে।
এ বিষয় মামলার আসামি মোস্তাফিজুর রহমানসহ বেশ কয়েকজনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, আসামীদের ধরার জন্য অভিযান চলছে। এছাড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, এ মামলার ঘটনায় আমরা কোন প্রতিবেদনের কাগজ পাইনি। তবে কোন প্রতিবেদনের কাগজ পেলে দিয়ে দেব।
বিডি-প্রতিদিন/ ১৪ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ