নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজেদের ফিশারি পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস নামরে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার মাসকা ইউনিয়নের দুলাইন গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটি দুলাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়র তৃতীয় শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের ফিশারী ব্যাবসায়ী জিয়াউল হকের কন্যা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামলে এ সময় শিশু জান্নাতুল পুকুরের পানিতে ডুবে যায়। তবে পুকুরে ফিশারির কাজে ব্যবহৃত বিদ্যুতের তার পরে থাকায় শিশুটি বিদ্যুতায়িত হয়ে মারা গেছে নাকি পানিতে ডুবে মারা গেছে তা স্পষ্ট জানা যায়নি।
কেন্দুয়া থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৭/হিমেল