চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শনিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। তার নাম রাহাত হোসেন, বয়স ২৫ বছর। উপজেলার হাউসপুর-জামাজমি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, শনিবার দুপুরে জ্বালানি কাঠ বোঝাই একটি ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে উপজেলার হাউসপুর এলাকায় ট্রাকে থাকা জ্বালানি কাঠের সঙ্গে বৈদ্যুতিক তার জড়িয়ে যায়। এসময় ওই হেলপার ট্রাকের উপরে উঠে তার ছাড়াতে গেলে বিদ্যুতের তিনটি মেইন সঞ্চালন তারে জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ঘটনার পর নিহতের মরদেহ ও ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে।
নিহত রাহাত হোসেন পটুয়াখালী জেলার কলাপাড়া থানার জুলহাস আলীর ছেলে।
বিডি-প্রতিদিন/ ১৪ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ