বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজার তালবীজ বপন করেছে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। শনিবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের দু’পাশে ৫ কিলোমিটার এলাকা জুড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান এর সভাপতিত্বে তালবীজ বপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক জুবাইর আহমেদ নয়ন, উপজেলা বন কর্মকর্তা মাহবুবুর রহমান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাইফুর রহমান তাইফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আমজাদ হোসেন, পরিবেশ কর্মী ও সাংবাদিক শারফুল ইসলাম খোকন, আব্দুল মালেক, কুরবান আলী, সাবেক নৌ সার্জেন আবু বক্কর, রওশন হাবীব, সিরাজ আহমেদ প্রমুখ। এই কর্মসূচিতে সহযোগিতা করেন রেনেসাঁ অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, বজ্রপাত থেকে রক্ষা এবং পাখিদের বাঁচাতে দীর্ঘদিন থেকে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৭/হিমেল