বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপি আহুত মিছিল সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
শনিবার দুপুরে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার সময় দলীয় অফিসের সামনে পুলিশ মিছিলে বাধা দেয়। এতে বিএনপির মিছিল পণ্ড হয়ে যায়। পরে পুলিশের ব্যারিকেডের মধ্যে দলীয় অফিসের সামনে সমাবেশ করে জেলা বিএনপির নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সহ-সভাপতি কেসি বদরুল আলম নয়নের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা ও মামুনুর রহমান রিপন, জেলা যুবদলের সভাপতি বায়োজিদ হোসেন পলাশ, পৌর বিএনপির আহবায়ক নাসির উদ্দীন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুকু ও আমিনুর রহমান বেলাল, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, রুহুল আমিন মুক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার জন্য বিএনপির চেয়ারপার্সনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সেই মিথ্যা মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা খুবই ন্যাক্কারজনক। এই ঘৃণ্য কাজের প্রতিবাদ করতে গিয়ে পুলিশ তাতে বাধা দিচ্ছে। আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য তারা দেশে কোনো রাজনৈতিক সংস্কৃতি রাখতে চায় না।
মহিলা দলসহ বিএনপি’র অঙ্গ-সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর, ২০১৭/ফারজানা