বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রামে ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে বড় ভাই খোকন চন্দ্র পালের (৪৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনার পর পরই ঘাতক ছোট ভাই রতন চন্দ্র পালকে (৩৮) পুলিশ গ্রেফতার করেছে।
নিহত খোকন চন্দ্র পাল ও রতন প্রয়াত নিরঞ্জন পালের ছেলে। এ ঘটনায় নিহত খোকন চন্দ্র পালের ছেলে পরিমল চন্দ্র পাল বাদী হয়ে রতন পালকে একমাত্র আসামী করে শনিবার একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী থানার এসআই ছগীর হোসেন জানান, বড় ভাই খোকন চন্দ্র পালকে মাদকাসক্তি ছেড়ে স্বাভাবিক জীবনে আসতে বলে ছোট ভাই রতন চন্দ্র পাল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি বেঁধে যায়। এ সময় ছোট ভাই রতন মাদকাসক্ত বড় ভাইকে ধাক্কা দিলে সে সিটকে মাটিতে লুটিয়ে পড়ে। খোকনকে পরিবারের অন্যান্য সদস্যরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছোট ভাই রতনকে গ্রেফতার করে।
শনিবার বরিশাল মর্গে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রতনকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আফজাল হোসেন।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর, ২০১৭/ফারজানা