চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা গ্রামে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুন্দরী খাতুন (৪৫) জালশুকা গ্রামের মৃত এলাহী বক্স মন্ডলের স্ত্রী।
গ্রামবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোরে সুন্দরী খাতুন নামাজ পড়ার জন্য ঘরের বাইরে ওযু করাতে আসে। এসময় বিষধর একটি সাপ তার পায়ে কামড় দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ষোঘণা করেন।
বিডি-প্রতিদিন/ ১৪ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ