পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এম.পি বলেছেন, ‘দেশের উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই। এটা মনে প্রাণে বিশ্বাস করে দেশবাসী। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। পদ্মাসেতুর কাজ এগিয়ে চলছে, ইনশাল্লাহ এ সরকারের আমলে এ সেতু চালু হবে। আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লায় ব্যাপক উন্নয়ন হয়েছে। কুমিল্লা ইপিজেড স্থাপন হয়েছে। এখানে ৫০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এখন অনেক উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে। কুমিল্লা আইটি পার্ক স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে। পদুয়ার বাজার বিশ্বরোড থেকে নোয়াখালী পর্যন্ত ফোর লেনের কাজ শুরু হচ্ছে। এই এলাকায় প্রধান দাবি ছিল বিদ্যুৎ সমস্যার সমাধান, বর্তমানে নাঙ্গলকোট ও সদর দক্ষিণ উপজেলার ১০০ভাগ বিদ্যুৎ সংযোগ প্রধান করা হয়েছে।’
শনিবার বিকেলে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট এ আর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামছুউদ্দিন কালু, সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউসুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া ও নাঙ্গলকোট পৌরসভার মেয়র মো. আবদুল মালেক প্রমুখ।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘আগামী নির্বাচন হবে নৌকার নির্বাচন। দেশজুড়ে উন্নয়নের জোয়ারে মানুষ এখন জননেত্রী শেখ হাসিনা ও নৌকার উপর বিশ্বাসী হয়ে গেছে। বাংলাদেশের এখন এগিয়ে যাবার সময়। দেশের অগ্রগতি দেখে কিছূ রাজনৈতিক দল দেশ পিছন থেকে টেনে ধরার ষড়যন্ত্র করছে। নৌকার সমর্থকদের সজাগ থেকে ওইসব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। মানুষকে ভালবাসা মায়া মমতা দিয়ে কাছে টানতে হবে। মানুষের সেবায় প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে।’
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৭/এনায়েত করিম