কিশোরগঞ্জের হোসেনপুরে টমটমের চাপায় সিরাজুল ইসলাম (৮০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি হোসেনপুর উপজেলার নান্দানিয়া গ্রামে। তিনি হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ হোসেনপুরের নারায়ণডহর বাজার থেকে বাড়ি ফেরার পথে গাছবাহী একটি টমটম তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে হোসেনপুর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ময়মনসিংহে রেফার্ড করা হয়। ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার