যশোরে দুর্বৃত্তদের হামলায় সাইদুল ইসলাম (২৮) নামে এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সাইদুল যশোর রেলগেট পশ্চিমপাড়ার বিল্লাল হোসেনের ছেলে।
শনিবার রাত ১০টার দিকে যশোর সরকারি এমএম কলেজের দক্ষিণ গেটে এ ঘটনা ঘটে। যশোর কেতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আহমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, রাতে সাইদুল পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে সাইদুলকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় সাইদুলের বাম হাত গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সে এখন শংকামুক্ত। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর