রাজবাড়ীতে শরিফুল ইসলাম শিমুল (২৮) নামে এক চরমপন্থি দলের সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শরিফুল গোয়ালন্দ উপজেলার কেওটিল গ্রামের মো. আরশাদ আলীর ছেলে।
শনিবার রাতে জেলা সদরের বরাট ইউনিয়নের নবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপরে শরিফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র-গুলি উদ্ধার করে পুলিশ।
রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন সর্বহারা দলের একজন সক্রিয় সদস্য শিমুল। সন্ধ্যায় গোপন সংবাদে ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানোমতে নবগ্রাম বাজারের পাশে দূর্গা মন্দিরের পেছনের একটি কলাবাগান থেকে একটি ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিমুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর