বরিশালের উজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় টিটু হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন।
টিটু উপজেলার ধামসর গ্রামের মালেক হাওলাদলের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মেকার।
শনিবার দিবাগত রাতে উজিরপুর-ধামুরা সড়কে চৌমহনী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টিটুর মাথার আঘাতের জখম দেখে এটিকে হত্যা বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে টিটু ওই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর