মৌলভীবাজার রাজনগর উপজেলায় আছমান মিয়া (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০পিস ইয়াবা জব্দ করা হয়। শনিবার রাতে উপজেলার খার পাড়া থেকে তাকে আটক করা হয়। আছমান রাজনগর সদরের খাঁরপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শ্যামল কুমার বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খার পাড়ায় অভিযান চালিয়ে আছমানকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৭/হিমেল