লালমনিরহাটে মেহেদী হাসান মিশন (২২) নামে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশের দাবি তিনি নব্য জেএমবির ‘সরওয়ার-তামিম চৌধুরী’গ্রুপের সহযোগী। শনিবার সন্ধ্যায় ওই সদস্যকে জেল হাজতে পাঠায় লালমনিরহাট ডিবি পুলিশ। এর আগে হাতীবান্ধা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার দইখাওয়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে ডিবি পুলিশ তাকে লালমনিরহাট জেলা সদরে নিয়ে আসে।
গ্রেফতার মেহেদী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম ইউনিয়নের চাতাল ব্যবসায়ী দুলাল হোসেনের ছেলে। তিনি হাতীবান্ধা আলীমুদ্দিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত ২৯ আগস্ট হাতীবান্ধা থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা (মামলা নম্বর ৩৪) মামলায় মেহেদী হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার তদন্তকারী ডিবির পুলিশের উপ-পরিদর্শক(এসআই) সিদ্দিকুল ইসলাম বলেন, মেহেদী হাসান মিশনকে হাতীবান্ধা থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে লালমনিরহাট নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করার হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৭/হিমেল