যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় বেনাপোল-খুলনা রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে খুলনা-বেনাপোল কমিউটর ট্রেনের একটি বগি যশোরের শার্শার শ্যামলাগাছিতে লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রেন যাত্রীরা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি খুলনায় যাচ্ছিল। পথে শার্শার শ্যামলাগাছিতে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনযাত্রী তুষার জানান, ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হওয়ার সময় যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন। এতে বেশ কিছু যাত্রী আহত হন।
বেনাপোল রেল স্টেশন মাষ্টার আজিজুর রহমান জানান, ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ায় খুলনা-বেনাপোল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৭/হিমেল