সাতক্ষীরা সীমান্ত থেকে রবিবার ভোরে পরিত্যক্ত অবস্থায় ২৬ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সদর উপজেলার তলুইগাছা সীমান্তের একটি ধান খেত থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
এ ব্যাপারে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা সামছুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের একটি ধান খেত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় কোনো চোরাকারবারীকে আটক করা যায়নি।
বিডি-প্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ