বাসস্ট্যান্ড টার্মিনাল দখলের চেষ্টাকে কেন্দ্র করে মানিকগঞ্জে রবিবার সকাল থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকলীগের নেতাকর্মীরা।
এ ব্যাপারে জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার জানান, বাস টার্মিনাল দখল করার চেষ্টাকে কেন্দ্র করে ধর্মঘট ডাকা হয়েছিলো। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এর আগে, সকাল থেকে মানিকগঞ্জ জেলা শহর বাসস্ট্যান্ডসহ জেলার সাতটি উপজেলা থেকে পরিবহন চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ