সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনাতেও মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) জেলা কমিটি। আজ সকাল ১০ টায় শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বাক্তিবর্গ দাবিগুলোর প্রতি একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা ১২ দফা দাবি তুলে ধরে সদয় দৃষ্টি কামনা করে। মাহবুবুর রহমান খান রুদ্রর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফারিয়া জেলা শাখার সভাপতি এ কে এম আশরাফুল আলম রিকু, সহ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাউসার আলম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ও মদন পুর শাহ সুলতান ডিগ্রী কলেজের শিক্ষক শাহ আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৭/হিমেল