ডিমওয়ালা ইলিশ নিধন বিরোধী অভিযান চালিয়ে পাঁচ মণ ইলিশসহ তিন জেলেকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। রবিবার সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন কবির ভূঁইয়া, পিন্টু হাওলাদার ও মো. রাজু। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন, তিন জেলেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মৎস্য বিভাগের সহযোগিতায় মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খানের নেতৃত্বে পুলিশ রবিবার সকালে কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানা ও সরকারি শিশু সদনে বিতরণ এবং ২৫ মিটার জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৭/ফারজানা