নীলফামারীর জলঢাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা বাবুপাড়ায় এই ঘটনা ঘটে।
এরা হল, গণেশ চন্দ্র রায়ের ছেলে প্রাপ্তি (৪) ও ব্রজেন্দ্র নাথ রায়ের মেয়ে ববিতা রাণী (৫)। তারা দু’জনই দক্ষিণ দেশিবাই ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
খুটামারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী শামীম জানান, সকালে পুকুরের পানিতে তাদের মৃতদেহ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তারা এক সাথে স্কুলে যাওয়ার পথে ওই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীদের মধ্যে প্রাপ্তির মা অণিকা রানী একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন। প্রতিদিন মায়ের সাথে গেলেও আজ দু’জন মিলে যাওয়ার পথে মুত্যুর ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৭/হিমেল