রাজশাহীর পবা উপজেলা ছাত্রলীগের আগের কমিটি বহাল রেখে নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্র।
গত ১৩ অক্টোবর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আর এনিয়ে ক্ষুব্ধ আগের কমিটির নেতারা।
রবিবার এনিয়ে সংবাদ সম্মেলন করেছেন পবা উপজেলা ছাত্রলীগের নেতারা।
সংবাদ সম্মেলনে আগের কমিটির সভাপতি আয়নাল হক রাসেল ও সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম অভিযোগ করেন, কেন্দ্র থেকে তাদের কমিটি বাতিল বা স্থগিত করা হয়নি। তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু হঠাৎ করেই গত ১৩ অক্টোবর কেন্দ্র থেকে ফরিদুল ইসলাম রাজু ও রেজওয়ানুল কারিমকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্র। এতে করে দুই কমিটি বহাল আছে পবায়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কেন্দ্র থেকে যাকে সভাপতি করা হয়েছে তার ছাত্রত্ব আগেই বাতিল হয়ে গেছে। সভাপতি ফরিদুল ইসলাম রাজু একজন ব্যবসায়ী এবং সাধারণ সম্পাদক রেজওয়ানুল কারিম সিটি হাটের খাজনা আদায়কারী। ছাত্রলীগের এই কমিটি বাতিলের দাবি তাদের।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম জানান, সভাপতির সঙ্গে মতের মিল না হওয়ায় কেন্দ্র থেকে কমিটি দেওয়া হয়েছে। ফলে এনিয়ে তাদের কিছু করার নেই। আর নতুন কমিটি ঘোষণা করলে, নিয়ম অনুযায়ী আগের কমিটি বাতিল হয়ে যায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন