ঠাকুরগাঁওয়ে নাজমিন আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড। রবিবার সকালে সালন্দর ইউনিয়ন বরূনাগাও বাশিঁয়া দেবি ফকিরপারা সেনুয়া নদীর পাড়ের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নাজমিন আক্তার (১৪) সদর উপজেলার বাসিয়াদেবী ফকিরপাড়া গ্রামেরনুর নবী’র মেয়ে। সে সালন্দর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
নাজমিনের বাবা নুর নবী জানান, শনিবার বিকেলে নাজমিন সেনুয়া নদীর পাড়ে ধান ক্ষেত দেখতে যায়। এর পর আর বাড়ি ফেরেনি। সকালে ওই নদীর পাড়ে একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখা যায়। এটি হত্যাকাণ্ড হতে পারে বলে অভিযোগ করেন নাজমিনের বাবা নুর নবীর। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সদর থানার ওসি (অপারেশন) কফিল উদ্দিন বলেন, ময়না তদন্তের জন্য লাশমর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ