কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে চুরি হয়েছে। একই রাতে সদর হাসপাতাল রোডে অবস্থিত দুটি ওষুধের ফার্মেসির শাটারের তালা ভেঙ্গে ভেতরের নগদ টাকা ও ওষুধপত্র তছনছের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাতে এ ঘটনা ঘটে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা জানিয়েছেন, রাতের যে কোনো এক সময়ে উপজেলা পরিষদ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে। ভেতরে একটি ফাইল ক্যাবিনেট ও তিনটি স্টিলের আলমিরা ভেঙে একটি ল্যাপটপ, একটি কম্পিউটার মনিটর ও একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। রবিবার সকালে বিষয়টি পুলিশকে জানালে তারা তদন্ত করে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে অবস্থিত গাজী ফার্মেসির মালিক মো. নয়ন মিয়া জানান, শাটারের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে নগদ তিন হাজার টাকা ও ওষুধপত্র তছনছ করেছে।
মদিনা ফার্মেসির মালিক মো. শফিকুল ইসলাম জানান, একইভাবে ভেতরে ঢুকে ওষুধপত্র তছনছ করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে চোরেরা। গত সপ্তাহে সদর বাজারের পাহারদারের চোখ, হাত-পা বেঁধে একটি স্বর্ণের দোকানে ডাকাতি চেষ্টা করেছিল ডাকাতরা। আশ-পাশের লোকজন ও পুলিশ টের পেয়ে গেলে রক্ষা পায় দোকানটি।
এ বিষয়ে হোমনা থানার ওসি রসুল আহমেদ নিজামী বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন