নাটোরের লালপুরে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর কসাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় ওই গ্রামের মল্টু মালের ছেলে ভোলা মাল (২৪) প্রতিবেশী শিশুটিকে কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।
বিষয়টি ওই শিশুর বাবা-মা ও প্রতিবেশীরা বুঝতে পেরে এবং শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসা ও মেডিকেল চেকআপের জন্য নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, বিষয়টি শুনেছি তবে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/ ৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান