নাটোরের লালপুরে খেজুরের গাছ থেকে রস সংগ্রহের জন্য ডাল ও ছাল ছাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিত্ত সরকার(২৩) নামে এক গাছির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দেলুয়া গ্রামের শচিন সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল দশটার দিকে তার বাড়ির কাছে ওয়ালিয়া-গোপালপুর আঞ্চলিক সড়কে লীজ নেয়া খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য গাছে উঠে ডাল ও ছাল ছাটার জন্য। এ সময় পাশে থাকা বিদ্যুতের তারের সাথে ডালের স্পর্শ হলে সে বিদ্যুৎতাড়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিপ্রতিদিন/ ৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান