খাগড়াছড়িতে সড়ক ও জনপদ বিভাগের ওয়ার্কচার্জড কর্মচারীরা তাদের চাকরি নিয়মিত করার দাবিতে মানববন্ধন পালন করেছে। নির্বাহী প্রকৗশলীর অফিসসহ ৫টি অফিসের কর্মচারীরা রবিবার পৌর শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে।
মানববন্ধন শেষে শহরে এক বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের খাগড়াছড়ির সভাপতি মো: বদরে আলম। এসময় বক্তারা বলেন, দীর্ঘ কয়েকযুগ ধরেও এখানকার ৩ শত কর্মচারীর চাকরি নিয়মিত করা হয়নি। কর্মচারিরা নানা হতাশা ও পারিবারিক অভাব অনটনে রয়েছে। সম্প্রতি মো: শাহাজাহান ও মো: মমিনুল হক নামের ২ জন কর্মচারি মৃত্যুবরণ করেছে। তাদের পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। দ্রুত চাকরি নিয়মিত করা না হলে কর্মচারীরা বৃহৎ আন্দোলনে যাবে। সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ধর্ম জ্যোতি চাকমা ও মো: ফয়েজ।
এদিকে গত ২ দিন ধরে আন্দোলনে কর্মচারিরা মাঠে থাকায় এখানকার সড়ক ও জনপদ বিভাগের উন্নয়ন কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৭/হিমেল