জামায়াত ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়া চাঁপাইনবাবগঞ্জ সদরের বারঘরিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়েরকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বারঘরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ।
তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
কিছুদিন আগে তিনি জামায়াত ছেড়ে আওয়মী লীগে যোগ দিয়েছিলেন। এসময় গুঞ্জন উঠেছিল মামলা থেকে বাঁচতে তিনি জামায়াত ছেড়ে আওয়মী লীগে যোগ দিয়েছেন।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৭/আরাফাত