দিনাজপুরের কাহারোল উপজেলায় বেপরোয়া ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দু’জন হলেন সদর উপজেলার বড়ইল নয়াবাজার এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে চন্দন রায় (২০) ও একই এলাকার মাহমুদ আলীর ছেলে নাসিম আলী (২২)।
সোমবার দিনগত রাতে উপজেলার দশমাইল এলাকায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তিও একই এলাকার গৌরাঙ্গ চন্দ্র রায় (৩০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দশমাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বীরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে সেই তিনজন সদরের বাড়ি ফিরছিলেন। দশমাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত হন তাদের এক সহযাত্রী।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর